আইসিটিতে নারীর দক্ষতা বৃদ্ধি অপরিহার্য

শামসুন নাহার, শিক্ষা প্রতিমন্ত্রী

ঢাবি প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
শেয়ার :
আইসিটিতে নারীর দক্ষতা বৃদ্ধি অপরিহার্য

শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেছেন, প্রযুক্তিতে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশ, সমাজ এবং অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করবে। নারীদের আর্থিকভাবে সক্ষম করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আইসিটি সেক্টরে নারীদের দক্ষতা বৃদ্ধি করা অপরিহার্য হয়ে পড়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিকবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘এমপাওয়ারিং গার্লস উইথ আইসিটি স্কিলস এন্ড এমপ্লয়মেন্ট: চ্যালেঞ্জেস এন্ড অপর্চুনিটিস’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গমাতা বক্তৃতামালা’র অংশ হিসেবে ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব। এই স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট নাগরিক। এক্ষেত্রে নারীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন। আলোচনা করেন ঢাবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক।