‘খুন হয়েছিল চাচার পরিবারের সবাই’, আইপিএল ছাড়ার ব্যাখ্যায় রায়না

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১৭:৫১
শেয়ার :
‘খুন হয়েছিল চাচার পরিবারের সবাই’, আইপিএল ছাড়ার ব্যাখ্যায় রায়না

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের আইপিএল আয়োজিত হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। দলের অন্যান্যদের সঙ্গে আমিরাত গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার সুরেশ রায়নাও। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে ও পরে করোনাভাইরাসের জৈব সুরক্ষাবলয়ের কঠোরতাকে কারণ হিসেবে উল্লেখ করে আর দলের সঙ্গে যোগ দেননি তিনি। 

রায়নার না খেলা নিয়ে এতদিন কম আলোচনা-সমালোচনা হয়নি। এমন গুঞ্জনও ছিল, ব্যালকনিসহ রুম না দেওয়ার কারণে জৈব সুরক্ষাবলয় ভেঙেছেন রায়না। তবে দীর্ঘ ৪ বছর পর সেবার আইপিএলে না খেলার আসল কারণ ব্যাখ্যা করলেন তিনি। 

রায়নার কারণ ছিল মূলত পারিবারিক। পাঞ্জাবে দুর্ধর্ষ একটি গ্যাংয়ের হাতে খুন হয়েছিল রায়নার কাকার পরিবারের সবাই। পরিবারের পাশে থাকতেই সেবার আরব আমিরাত থেকে ভারতে এসেছিলেন রায়না। পরে আইপিএল থেকেই নিজেকে গুটিয়ে নেন। কারণ, সেবারের আইপিএলে জৈব সুরক্ষাবলয়ের কড়াকড়ি ছিল। 

রায়নার ভাষ্য অনুযায়ী, ‘পরিবারে শোক ছিল, আমি পাঞ্জাব গিয়েছিলাম। আমার চাচার পরিবারে খুনের ঘটনা ঘটেছিল। একদল গ্যাংস্টার তাদের পুরো পরিবারকে খুন করে, সেখানে আমার দাদিও ছিলেন। কাচ্চা গ্যাং... যারা শরীরে তেল মেখে আসে (তাদের হাতে)। ঘটনাটি ঘটেছে পাঠানকোটে। তাই সেখানে গিয়েছিলাম। কিন্তু আইপিএলে তখন জৈব সুরক্ষাবলয় ছিল, তাই আর ফিরতে পারিনি। কাচ্চা গ্যাং যখন ঘটনাটি ঘটায়, তখন আমার পুরো পরিবার শোকার্ত ছিল। আমি ভেবেছি ক্রিকেট পরের বিষয়, যেকোনো সময় খেলতে পারব, আমার পরিবার গুরুত্বপূর্ণ।’

রায়না আরও জানিয়েছেন, বাড়িতে পরিস্থিতি বিশৃঙ্খল ছিল এবং করোনা মহামারী পরিস্থিতিকে আরও খারাপ করেছে, ‘হ্যাঁ, আমি এমএস ধোনি এবং টিম ম্যানেজমেন্টকে এটি বলেছিলাম। পরিবার সবার প্রথমে। তারপর আমি আবারও দলের সঙ্গে যোগ দেই এবং ২০২১ সালে খেলেছিলাম। আমরা ট্রফিও জিতি। কিন্তু আগের বছর, পরিবার বিশৃঙ্খলার মধ্যে ছিল। তারা সবাই করোনার কারণে হতাশায় ভুগছিল এবং তারপরই এটা (খুন) ঘটে। আমি ভেবেছিলাম আমার বাড়িতে যাওয়া উচিত এবং আমার পরিবারের সাথে থাকা উচিত।’