নিজে ভালো পারতেন, পাকিস্তানের ক্রিকেটারদের কাছে সেটিই চাইলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১৬:১৭
শেয়ার :
নিজে ভালো পারতেন, পাকিস্তানের ক্রিকেটারদের কাছে সেটিই চাইলেন আফ্রিদি

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে নিউজিল্যান্ড। মূল ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত থাকায় নিজেদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছে কিউইরা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে সফরকারীদের উড়িয়ে দেয় পাকিস্তান। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে এই দল নিয়েই ৭ উইকেটের সহজ জয় পায় ব্ল্যাক ক্যাপসরা। 

পাকিস্তানের এমন হারে যারপরনাই হতাশ হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সমালোচনা করেছেন ক্রিকেটারদের স্ট্রাইকরেট নিয়ে। খেলোয়াড়ি জীবনে দ্রুত রান তোলার ব্যাপারে বেশ খ্যাতি ছিল আফ্রিদির। পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের কাছে আফ্রিদির চাওয়া সেই ধুম-ধারাক্কা ব্যাটিং। 

দীর্ঘ সংস্করণের ক্রিকেট টেস্টেই আফ্রিদির স্ট্রাইকরেট ছিল ৮৭’র কাছাকাছি। ওয়ানডেতে সেটি ১১৭। আর টি-টোয়েন্টিতে আফ্রিদি রান তুলেছেন দেড়শ স্ট্রাইকরেটে। টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৫০০ রান আছে এমন পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আর কারও স্ট্রাইকরেট ১৪০’ও নেই। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘দুর্দান্ত ব্যাটিং পিচে’ পাকিস্তান সুযোগ নষ্ট করেছে বলেই মনে করেন আফ্রিদি। তবে অন্য সবাই যখন দেড়শ স্ট্রাইকরেটের ওপরে ব্যাট করতে পারেননি তখন দুইশর ওপর স্ট্রাইকরেট রেখে ২০ বলে ৪১ রান করেছেন শাদাব খান। তাই তার প্রশংসাও করেছেন আফ্রিদি। 

সাবেক এই অধিনায়কের ভাষ্য, ‘দারুণ এই ব্যাটিং পিচে আমরা যথেষ্ট রান করতে পারিনি। রান ২২০-এর মতো হওয়া উচিত ছিল। দারুণ খেলেছ শাদাব। এমন পিচে অন্য সব ব্যাটারদের আরও ভালো স্ট্রাইকরেটে ব্যাট করার লক্ষ্য রাখতে হবে। বাকি ম্যাচগুলোর জন্য শুভকামনা। চাপম্যান দারুণ ইনিংস (৪২ বলে ৮৭) খেলেছে, কীভাবে ম্যাচ শেষ করতে হবে তার দারুণ একটি উদাহরণ।’

তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান অধিনায়ক বাবর ২৯ বলে করেছেন ৩৭ রান। আরেক ওপেনার সাইম আইয়ুব ২২ বলে ৩২ ও তিনে নামা মোহাম্মদ রিজওয়ান ২১ বলে ২২ রান করে রিটায়ার্ড আউট হয়েছেন। ২০ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ইরফান খান। 

৫ ম্যাচের সিরিজের ৩টি ম্যাচ শেষে এখন সিরিজে চলছে ১-১ সমতা। সিরিজের বাকি ২টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, আগামী ২৫ ও ২৭ এপ্রিল।