‘যারা রাত জেগে পার্টি করে, তারা আইপিএল জেতে না’
শুরু থেকে খেললেও, এখনো পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মতো দলগুলো। সরাসরি নাম উল্লেখ না করলেও এসব দলের প্রতি একহাত নিয়েছে আইপিএলের অন্যতম সফল ক্রিকেটার সুরেশ রায়না। দোষারোপ করেন, রাত জেগে পার্টি করার। প্রতিবেদন ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন রায়না। সাফল্যও পেয়েছেন দুহাত ভরে। চেন্নাইয়ের এই সাফল্যের পেছনে ক্লাবটির পার্টি নিষিদ্ধ হওয়ার নিয়মটিও পরোক্ষ ভূমিকা রেখেছে বলে মনে করেন রায়না।
এক সাক্ষাৎকারে রায়না বলেন, ‘চেন্নাই কখনো পার্টি করেনি। এ কারণেই তারা টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ২-৩টি দল আছে যারা পার্টি করেছে, তারা এখনো আইপিএল জেতেনি।’ বেঙ্গালুরুর দিকে ইঙ্গিত করেছেন কি না এমন প্রসঙ্গে রায়না বলেন, ‘না, এমন কিছু দল আছে যারা কখনো জেতেনি, তারা অবশ্যই জাঁকজমক পার্টি করেছে।’
রায়না আরও বলেন, ‘আমরা (চেন্নাই) কখনো এটা (পার্টি) করিনি। এ কারণেই আমাদের ৫টি আইপিএল ও ২টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আছে। মুম্বাই ইন্ডিয়ান্সেরও ৫টি ট্রফি আছে।’
রাতভর পার্টি করে কোনো দল কীভাবে আইপিএল জিততে পারে সেই প্রশ্নও ছুঁড়ে দেন রায়না, ‘যদি আপনি গভীর রাত পর্যন্ত পার্টি করেন, সকালে তাহলে কীভাবে খেলবেন? সারারাত পার্টি করলে মে-জুনের গরমে দুপুরের ম্যাচ আপনি কীভাবে খেলবেন?’
রায়না আরও ব্যাখ্যা করেন, ‘পুরো দল এই ব্যাপারে একমত ছিল যে, গভীর রাত পর্যন্ত পার্টি করা যাবে না। মাথায় রাখতে হবে, আমরা ভারতের হয়েও খেলি। যদি আমি ভালো খেলতে না পরি, আমার অধিনায়ক আমাকে বেছে নেবেন কেন? এখন আমি স্বাধীন, অবসর নিয়েছি। আমরা পার্টি করতে পারি।’
আইপিএল ইতিহাসের অন্যতম শীর্ষ রান সংগ্রাহক রায়না। ২০৫ ম্যাচে ৫৫২৮ রান করে সেরা পাঁচেই আছেন এই ব্যাটার। চলতি আইপিএল মৌসুমে ধারাভাষ্যের দায়িত্বে আছেন সাবেক এই অলরাউন্ডার।