ভ্যানচালকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ১২:২৯
শেয়ার :
ভ্যানচালকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধের নাম মসলেম উদ্দিন। তিনি পেশায় ভ্যানচালক।

গতকাল রবিবার রাত সড়ে ৯টার দিকে উপজেলার হরিণাকুণ্ডু মহিলা কলেজের পিছনে জাহাঙ্গীর হোসাইনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে জাহাঙ্গীর হোসাইনের ঘর থেকে দুর্গন্ধ ছাড়াচ্ছিল। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভ্যানচালকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তিনি স্থানীয়দের বরাতে জানান, গত পরশুদিন দুপুর ২টার দিকে তিনি বাইরে ঘোরাঘুরি করেছেন। তারপর থেকে আর তাকে দেখা যায়নি। যেহেতু নিহতের ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল সুতরাং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।