এফএ কাপ /
ফাইনালে লড়বে দুই ম্যানচেস্টার
২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছেড়ে দেওয়ার পর প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, কোথাও সুবিধা করতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এবারও চ্যাম্পিয়ন্স লিগ থেকে গ্রুপর্বেই বিদায় নিয়েছে, ধুঁকছে প্রিমিয়ার লিগেও। তবে এফএ কাপে সাফল্য দেখিয়ে গতবারের পর এই মৌসুমেও ফাইনাল নিশ্চিত করল রেড ডেভিলরা।
গতকাল রবিবার রাতে কভেন্ট্রি সিটিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ২৫ মে ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে এরিক টেন হাগের শিষ্যরা।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগে খেলে কভেন্ট্রি সিটি। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত বড় দলের মতোই দাপট নিয়ে খেলেছে ইউনাইটেড। ব্যবধান ৩-০ অবশ্য ৫৮ মিনিটের মধ্যেই করে ফেলে ক্লাবটি। তবে ৭১তম মিনিট থেকেই পাল্টা আক্রমণ শুরু করে কভেন্ট্রি। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ৩ গোল শোধ দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় ক্লাবটি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে তাতেও ম্যাচের ফলাফল না এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
এদিন, প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গোল পান স্কট ম্যাকটমিনে ও হ্যারি ম্যাগুয়ের। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান ব্রুনো ফের্নান্দেস। এরপরই কভেন্ট্রির ঘুরে দাঁড়ানো শুরু। ৭১তম মিনিটে প্রথম গোল শোধ করে তারা। এরপর ৭৯ মিনিটে দ্বিতীয় ও যোগ করা সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোল পায় তারা।
এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল হয়নি, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ক্যাসেমিরোর নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেয় কভেন্ট্রির গোলরক্ষক। অন্যদিকে নিজেদের প্রথম দুই শটে গোল করে তারা। তবে পরের দুই শটে গোল দিতে ব্যর্থ হয় তারা। আর পরের চার শটে টানা গোল করে ইউনাইটেড। আর তাতে টানা দুইটি এফএ কাপের ফাইনাল নিশ্চিত হলো রেড ডেভিলদের।