ফাইনালে উঠেও যে কারণে ক্ষোভ সিটি কোচ গার্দিওলার
এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। তবে ফাইনালে উঠলেও ক্ষোভ ঝড়েছে সিটি কোচ পেপ গার্দিওলার কণ্ঠে। মূলত, ম্যাচের সূচি নিয়েই চটেছেন গার্দিওলা।
গত বুধবারই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলেছে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে ১২৯ মিনিট খেলার পর গতকাল শনিবার রাতেই আবার খেলল এফএ কাপের সেমিফাইনাল। এমন স্বল্প বিরতিতে গতকাল সিটির খেলোয়াড়দের ক্লান্তি স্পষ্ট ধরা পড়েছে। যদিও বের্নান্দো সিলভার একমাত্র গোলে জিতেছে তারাই। তবে সিটির খেলা ছিল ছন্নছাড়া।
ম্যাচের পর বিবিসির সঙ্গে আলাপকালে ক্ষোভ ঝাড়েন গার্দিওলা, ‘আজকে আমাদেরকে খেলতে নামানোটা কোনোভাবেই মানা যায় না। খেলোয়াড়দের শরীরের পক্ষে এটা অসম্ভব। স্বাভাবিক কিছু নয় এটা। এটা মেনে নেওয়া যায় না। আমি জানি, এই দেশে ব্যাপারটি একটু ভিন্ন। তবে খেলোয়াড়দের শরীরের কথা তো ভাবতে হবে। আমরা কীভাবে উতরে গেলাম (ফাইনালে), বুঝতে পারছি না।’
এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রবিবার রাতে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটি। সিটি কোচের মতে, এই ম্যাচটি গতকাল রাতে আয়োজন করতে পারত কর্তৃপক্ষ।
গার্দিওলা বলেন, ‘আমার বলার ক্ষমতার বাইরে কিছুই নাই। আমাদের ম্যাচে আগামীকাল (রবিবার রাতে) কেন রাখা হলো না। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, কভেন্ট্রি সিটি, কোনো দলেরই তো সপ্তাহের মাঝখানে কোনো খেলা ছিল না। বুধবার ১২০ মিনিট খেলার পর আজকে আবার ছেলেরা যেভাবে খেলেছে সেটি আমার দেখা কোনো ফুটবল দলের সেরা প্রদর্শনী।’