ধোনিকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন দুবের স্ত্রী
বয়স হয়ে গেছে ৪২। ‘বুড়ো হাড়ের ভেল্কি’তে এখনো সপাটে বল মাঠছাড়া করেন মহেন্দ্র সিং ধোনি। ইনিংসের শেষের দিকে নামলেও নিয়মিতই খেলছেন ক্যামিও ইনিংস। মাঠে ধোনিকে দেখতে মুখিয়ে থাকেন দর্শকরাও। ধোনিকে মাঠে প্রবেশ করতে দেখলেই গর্জন বেড়ে যায় গ্যালারির। ধোনির ওপর মুগ্ধ চেন্নাই সুপার কিংসে তার সতীর্থ শিভাম দুবের স্ত্রী আনজুম খানও।
২০২২ সালে চেন্নাই সুপার কিংসে ভিড়েছিলেন শিভাম। তবে আগে আইপিএলে খুব একটা সফল ছিলেন না এই অলরাউন্ডার। ধোনির দলে যোগ দিয়েই একের পর এক ঝলক দেখাচ্ছেন শিভাম। সম্প্রতি স্বামী ও ধোনির সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শিভামের স্ত্রী আনজুম। সেখানে ‘ক্যাপ্টেন কুল’কে প্রশংসায় ভাসিয়ে দেন তিনি।
আনজুম খান জানিয়েছেন, আগে সেভাবে ক্রিকেট খেলা দেখতেন না তিনি। কিন্তু ধোনিকে যখন ভারত দলের অধিনায়ক করা হয় তখন থেকেই পুরোদস্তর ক্রিকেট ভক্ত বনে যান আনজুম। যেখানেই ভারতের খেলা হোক, ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করতেন না তিনি। আনজুমের কাছে, ধোনি মানেই ক্রিকেট আর ক্রিকেট মানেই ধোনি।
ধোনির খেলা স্বামী শিভামের খেলার চেয়েও বেশি উপভোগ করেন আনজুম। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে বিশ্বাস হতে চায় না যে আমি তার সঙ্গে দেখা করেছি। আল্লাহ হয়তো আমার মনের তীব্র চাওয়া পূরণ করেছেন। মাধ্যম হিসেবে পেয়েছি শিভামকে। ধন্যবাদ তোমাকে। ম্যাচে আমি শিভামের জন্য যতটা গলা ফাটাই, তার চেয়ে বেশি করি মাহির (মহেন্দ্র সিং ধোনি) জন্য। কারণ, সেটি একটি আলাদা আবেগ। আর শিভাম জানে তিনি (ধোনি) আমার কাছে কেমন।’
তবে ভয়ও ছিল আনজুমের। শৈশব থেকে যাকে স্বপ্নের নায়ক বলে ভেবে এসেছেন, বাস্তবে তিনি কীরকম হবেন? তবে ধোনির সঙ্গে দেখা হওয়ার পর কেবল মুগ্ধতাই বেড়েছে আনজুমের।