১৬০০ কিমি দৌড়ে সবার আগে সাকিব-রানা, শেষে কে
বাংলাদেশে ক্রিকেটের তীর্থস্থান হিসেবে এখন সবাই জানে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের নাম। তবে একসময় এই স্থান ছিল গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই মাঠেই ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই মাঠেই প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা।
দেড় যুগ আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে ঢাকার আন্তর্জাতিক ক্রিকেট স্থানান্তরিত হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তাই ক্রিকেটারদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসার প্রয়োজন পড়ে না। তবে ফিটনেস ক্যাম্পে আবারও ক্রিকেটাররা ভিড় জমালেন এই স্টেডিয়ামে।
আজ শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমে দুই দফায় ৪০ মিটার স্প্রিন্টে অংশ নেন ক্রিকেটাররা। পরে দুই গ্রুপে ভাগ হয়ে ১৬০০ কিলোমিটার দৌড়ে অংশ নেন ক্রিকেটাররা। সেখানে দুই গ্রুপে সবার আগে লক্ষ্যমাত্রায় পৌঁছান তরুণ দুই পেসার তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। আর সবার পেছনে থেকে দৌড় শেষ করেন ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। ৩৮ বছর বয়সেও ১৬০০ কিলোমিটার দৌড় শেষ করে বাহবা পান মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিন মোট ৩৫ জন ক্রিকেটার যোগ দেন ফিটনেস ট্রেনিংয়ে। আইপিএলে থাকার কারণে অনুমিতভাবেই ছিলেন না মোস্তাফিজুর রহমান। টানা খেলার মধ্যে থাকায় আসেননি পেসার তাসকিন আহমেদ। আর চোটের কারণে ছিলেন না সৌম্য সরকার ও তাইজুল ইসলাম। ছিলেন না সাকিব আল হাসানও।