ক্যান্সেলোর স্ত্রী-অনাগত সন্তানের ‘মৃত্যু কামনা করেছেন’ বার্সা সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১২:০৮
শেয়ার :
ক্যান্সেলোর স্ত্রী-অনাগত সন্তানের ‘মৃত্যু কামনা করেছেন’ বার্সা সমর্থকরা

ফরাসি ক্লাব পিএসজির মাঠে গিয়ে বর্ণবাদী আচরণ করেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সমর্থকরা। এজন্য জরিমানাও গুনতে হচ্ছে কাতালান এই ক্লাবটিকে। এবার বার্সা সমর্থকদের আরও একটি অন্ধকার রূপ প্রকাশ করলেন দলের ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো। হারের জন্য ক্যান্সেলোকে দোষারোপ করে তার অনাগত সন্তানসহ পরিবারের সদস্যদের মৃত্যু কামনা করেছেন বার্সা সমর্থকরা। 

গত মঙ্গলবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৪-১ গোলে হারে বার্সেলোনা। এর আগে পিএসজির মাঠে ৩-২ গোলে জিতে এসেছিল কাতালানরা। তবে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় বার্সাকে পেছনে ফেলে সেমিফাইনালে পৌঁছে গেছে পিএসজি। 

সেই ম্যাচকে পেছনে ফেলে বার্সেলোনার সামনে এখন রিয়াল পরীক্ষা। লা লিগার ম্যাচে আগামীকাল রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটি ক্লাব। তবে বড় ম্যাচ সামনে রেখেও পিএসজির বিপক্ষে হারের পর সমর্থকদের নিষ্ঠুরতা ভুলতে পারছেন না এই ফুটবলার। 

ক্যান্সেলো বলেন, ‘ইনস্টাগ্রামে কিছু মন্তব্যে আমার অনগাত মেয়ের মৃত্যু কামনা করা হয়েছে। তারা (বার্সা সমর্থকরা) অনেক কিছুই সামনাসামনি বলে না, কারণ সমস্যায় পড়তে হবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচ্ছেতাই মন্তব্য করে। আমার সঙ্গিনীর প্রতি, আমার মেয়ে, অনাগত সন্তান, সবার প্রতি ক্ষোভ ঝাড়ে।’

দ্বিতীয় লেগে পিএসজি তাদের তৃতীয় গোল পায় ক্যান্সেলোর ভুলেই। উসমান দেম্বেলেকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। এর পর থেকেই ফুটবল বিশ্লেষক থেকে সমর্থক সবাই কড়া সমালোচনা করছেন ক্যান্সেলোর। 

সমালোচনা প্রসঙ্গে ক্যান্সেলো বলেন, ‘আমার পারফরম্যান্সের সমালোচনা যত ইচ্ছা করুন, সমস্যা নেই। কিন্তু দয়া করে পরিবারকে টানবেন না।... একটা বাচ্চার মৃত্যু কামনা করা তো ভয়ানক ব্যাপার। টিভিতে তারা যে ফুটবলারকে দেখছে, তার আড়ালে যে একজন মানুষও আছে, মানুষ সেটি ভাবে না।’