রেকর্ড গড়ে ট্রেবলের পথে আলোনসোর লেভারকুসেন
জাবি আলোনসোর কোচিংয়ে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন যেন অপ্রতিরোধ্য। বায়ার্ন মিউনিখের রাজত্ব শেষ করে গত সপ্তাহেই জার্মান লিগ বুন্দেসলিগা জিতেছিল ক্লাবটি। এবার ইউরোপা লিগের সেমিফাইনালেও পৌঁছে গেল তারা।
বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে লেভারকুসেন। প্রথম লেগ ২-০ গোলে জিতেছিল আলোনসোর দল। ফলে, দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় সেমিফাইনালে পৌঁছে গেল ক্লাবটি।
সেমিফাইনালে লেভারকুসেন লড়বে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে। দুই লেগ মিলিয়ে এসি মিলানকে ৩-১ অগ্রগামিতায় পেছনে ফেলেছে রোমা। এর আগের মৌসুমেও ইউরোপা লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও রোমা। সেবার লেভারকুসেনকে পেছনে ফেলে ফাইনালে উঠেছিল রোমা।
ইউরোপা লিগের সেমিফাইনালে ওঠার ম্যাচে টানা জয়ের রেকর্ডও গড়েছে লেভারকুসেন। এই ম্যাচ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৪তম ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে আলোনসোর দল। টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইউরোপের শীর্ষ ৫ লিগের আর কোনো দলেরই নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ ম্যাচ অপরাজিত থাকার কেরর্ড গড়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
গত সপ্তাহে বুন্দেসলিগা তো জিতেছেই, ইউরোপা জেতার পথেও ভালোভাবে টিকে আছে লেভারকুসেন। ‘ট্রেবল’ জয়ের জন্য আরেকটি কাপ জয়ের সুযোগও আছে ক্লাবটির সামনে। জার্মানির ঘরোয়া কাপ ডিএফবি পোকাল জিততে পারে জাবি আলোনসোর দল। প্রতিযোগিতার ফাইনালে কাইজারস্লাটার্নের বিপক্ষে খেলবে তারা।