ভারতের ক্রিকেটাররা মোস্তাফিজের কাছ থেকে যা ‘শিখতে পারে’
‘মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। তার শেখার প্রক্রিয়া শেষ। বরং মোস্তাফিজের কাছ থেকে আইপিএলের অন্য ক্রিকেটাররা শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের ফায়দা হবে’—গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের দেওয়া এমন বক্তব্যে শুরু হয় আলোচনা-সমালোনাচ। মোহাম্মদ সালাউদ্দিনের মতো দেশসেরা কোচও জালালের বক্তব্যকে ‘সেরা কৌতুক’ হিসেবে উল্লেখ করেছেন। তবে জালালের সুরেই সুর মেলালেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বর্তমানে জাতীয় দলের সঙ্গে নেই সুজন। ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ) কোচিং করাচ্ছেন আবাহনী লিমিটেডকে। তার দল আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে তুলে নিয়েছে টানা ১১ জয়। ম্যাচশেষে জালালের মন্তব্যের সূত্র ধরে সুজন বলেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকের একটা সিনারিওও শেখার হতে পারে। সেটা কোনো কথা না। হয়তো তিনি সেটাকে ওভাবে বলতে চাননি। তিনি বলতে চেয়েছেন, মোস্তাফিজ এত বছর ধরে খেলছে.. মোস্তাফিজ তো আর তানজিম সাকিব নন। ও এখন মোস্তাফিজ, সে এখন বিশ্ব ক্রিকেটে বড় নাম। হয়তো জালাল ভাই ওই অ্যাঙ্গেল থেকেই কথাগুলো বলেছে। যে মোস্তাফিজের যে অভিজ্ঞতা আছে সেটা ভারতের অনেক তরুণ বোলাররা তার কাটার বা অন্যকিছু শিখতে পারে।’
সুজন আরও বলেন, ‘দিনশেষে আমাদের মাথায় রাখতে হবে, দেশের হয়ে খেলা সবার আগে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত আমিও খুশি হতাম। যদি দেশের খেলা না থাকত হয়তো সমস্যা হতো না। অনেকেই বলবেন, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা তো খেলছে। তবে এটাও চিন্তা করতে হবে আমাদের দেশে দশটা মোস্তাফিজ নেই।’
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছেন পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্মও করছেন এই বাঁহাতি। আইপিএলে শুরুর ম্যাচেই আরসিবির বিপক্ষে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এখনো পর্যন্ত ৫ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। দীর্ঘদিন সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ ছিল তার দখলে।
তবে পুরো আইপিএল তাকে পাবে না চেন্নাই। প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত ভারতে থাকার অনুমতি ছিল মোস্তাফিজের। তবে আরও একদিন তার ছুটি বাড়ানো হয়েছে তার। তাতে, আরও ৪ ম্যাচ খেলতে পারবেন এই বাঁহাতি পেসার। আইপিএল থেকে ফিরেই জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন মোস্তাফিজ।
মোস্তাফিজকে ফেরানোর ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘মোস্তাফিজকে ফেরানো শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য নয়। এখানে আমরা তার ওয়ার্কলোড ম্যানেজ করে খেলাব। আইপিএলে থাকলে সেটা হবে না। মুস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। মুস্তাফিজের ওখান থেকে শেখার দরকার নেই। সে ৭-৮ বছর ধরে আইপিএল খেলে। লাভবান তারা হবে, আমরা না।’