আইপিএলে ডাক পেয়েও যে কারণে খেলতে পারেননি শরিফুল
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এই আসরে খেলার স্বপ্ন থাকে প্রায় প্রত্যেক ক্রিকেটারের। জমজমাট এই লিগের এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত ফর্মেও আছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজের মতো খেলতে না পারলেও আসরটিতে এবার ডাক পেয়েছিলেন আরও এক বাঁহাতি বাংলাদেশি পেসার। তিনি শরিফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার ডিপিএলের ম্যাচ শেষে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শরিফুল জানিয়েছেন, লখনৌ সুপার জায়ান্টস থেকে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। তবে বিসিবি এনওসির (অনাপত্তিপত্র) মেয়াদ একেবারে কম দেওয়ায় লোকেশ রাহুলদের সঙ্গে আর খেলা হয়নি শরিফুলের।
বাঁহাতি এই পেসারের ভাষ্যমতে, ‘লখনৌ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির টাইম খুব কম ছিল। তাই পরে তারা আর রেসপন্স (যোগাযোগ) করেনি। হয়তো ফুল এনওসি যদি বিসিবি দিত, তাহলে খেলা হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ ছিল, এনওসিটা সেভাবেই দেওয়া হয়েছে।’
তবে হাল ছাড়ছেন না শরিফুল। নিজের খেলা বজায় রাখতে পারলে একদিন আইপিএলে সুযোগ আসবে বলে বিশ্বাস তার। আর সুযোগ পেলে তার সদ্ব্যবহার করার ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি, ‘ইনশাআল্লাহ, ইচ্ছা তো আছেই। সুস্থ থাকলে যেভাবে (ফর্ম) যাচ্ছে, এভাবে গেলে ইনশাআল্লাহ একদিন খেলবো আইপিএল। তখন যদি (জাতীয় দলের) কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছাও আছে। হয়তো সুযোগ পেলে ভালো কিছুও করবো।’
গত ১ বছর ধরেই বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন শরিফুল। সেটিই চোখে পড়েছে লখনৌয়ের। জাতীয় দল, বিপিএল কিংবা ডিপিএল; সব জায়গাতেই নিজের প্রতিভার সাক্ষর রাখছেন তিনি। আজও ডিপিএলের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন আবাহনীর এই পেসার। হয়েছেন ম্যাচসেরাও।