আর্সেনালকে বিদায় করে শেষ চারে বায়ার্ন
চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-২ ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় ইউরোপ সেরার মঞ্চে সেমিফাইনালে উঠে গেল বুন্ডেসলিগার দলটি।
বুধবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় জশুয়া কিমিখের চমৎকার গোলে আর্সেনালকে বিদায় করে টমাস টুখেলের শিষ্যরা।
আর্সেনালকে বেশ চাপে রাখা বায়ার্ন এগিয়ে যায় ৬৩তম মিনিটে। লেরয় সানের শট মাথার উপর থেকে হাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রায়া। ঠিক মতো পারেননি আর্সেনাল গোলরক্ষক। ছুটে গিয়ে বল ধরে একটু সময় নিয়ে দূরের পোস্টে ক্রস করেন গেরেইরো। দারুণ গতিতে গাব্রিয়েল মার্তিনেল্লিকে এড়িয়ে জোরাল হেডে জাল খুঁজে নেন কিমিখ।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জেতে কার্লো আনচেলত্তির দল।