বার্সার বিদায়ে ক্লাব বিশ্বকাপের টিকিট পেল অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ১৭:২১
শেয়ার :
বার্সার বিদায়ে ক্লাব বিশ্বকাপের টিকিট পেল অ্যাতলেতিকো

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একই রাতে বিদায় নিয়েছে স্পেনের দুই ক্লাব বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে বিদায় নিলেও গত চার আসরের পারফরম্যান্স বিবেচনায় ২০২৫ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে বার্সাকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে অ্যাতলেতিকো। বার্সেলোনা জিতলে কপাল পুড়ত রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বীদের। 

মঙ্গলবার রাতে দুই লেগ মিলিয়ে বার্সেলোর বিপক্ষে ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে পৌঁছে গেছে পিএসজি। আর বুরুশিয়া ডর্টমুন্ড ৫-৪ ব্যবধানের অগ্রগামিতায় অ্যাতলেতিকোকে পেছনে ফেলে নিশ্চিত করে শেষ চারের টিকিট। 

প্রথমবারের মতো ৩২টি ক্লাব নিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে ক্লাব বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ইউরোপ থেকে মোট ১২টি দল সুযোগ পাবে। সেখান থেকে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ১১টি দলের। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ৩ বিজয়ী হিসেবে সুযোগ মিলেছে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির। বাকি ৮টি দল হলো- বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্তোস এবং অ্যাতলেতিকো মাদ্রিদ। এছাড়া বাকি দল হিসেবে সুযোগ থাকছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও অস্ট্রিয়ার ক্লাব সালসবার্গের। 

যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টে লাতিন আমেরিকা থেকে সুযোগ পাচ্ছে ছয়টি ক্লাব। এরই মধ্যে সুযোগ পেয়েছে এশিয়ার দুইটি ক্লাব সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ও জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস। আফ্রিকা মহাদেশ থেকে মিশরের আল আহলি ও মরক্কোর ওয়াইদাদ কাসাব্লাঙ্কা এবং ওশেনিয়া অঞ্চল থেকে সুযোগ মিলেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির।