টি-টোয়েন্টি বিশ্বকাপে কি খেলবেন নারাইন?
সুনীল নারাইন যাতে জুনে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরে আসেন, সেই বিষয়ে রাজি করানোর চেষ্টা করছেন রোভম্যান পাওয়েল। এমন দাবিই করেছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক।
এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রানাইন। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলার চার বছর ইতিমধ্যে পার হয়ে গেছে।
৩৫ বছর বয়সী এই তারকা ওয়েস্ট ইন্ডিজের হয়ে না খেললেও পুরোদমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে বেড়াচ্ছেন। চলমান আইপিএলে ওপেনার হিসেবে খেলে দারুণ সাফল্যও পাচ্ছেন নারাইনন। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি আইপিএলে প্রথম সেঞ্চুরি করার স্বাদ পেয়েছেন। যেখানে বেশ ঝোড়ো মেজাজেই সেই শতরান করেছেন তিনি।
প্রথমে ব্যাট করা কলকাতার হয়ে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর বল হাতে পাওয়েলসহ দুই উইকেটও তুলে নেন। কিন্তু তার লড়াই এদিন ব্যর্থ হয়। কারণ ২২৪ রান তাড়া করতে নেমে জস বাটলারের দুর্দুান্ত শতরানের হাত ধরে ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় রাজস্থান।
ম্যাচের পর পাওয়েল বলেছেন, ‘গত ১২ মাস ধরে, আমি ওর কানের কাছে বলেই চলেছি। কিন্তু সে কথায় কর্ণপাতও করছে না। সব কিছু যেন অবরুদ্ধ করে রেখেছে। আমি ওর কাছের বন্ধুদের বলেছি। পোলার্ড, ব্রাভোদের বলেছি। নিকোলাস পুরানকেও ওর সঙ্গে কথা বলতে বলেছি। আশা করি, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের আগেই সকলে মিলে ওকে বুঝিয়ে রাজি করাতে পারবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য তিনি অবসর ভাঙবেন কিনা জানতে চাওয়া হলে, নারাইনের জবাবে ছিল রহস্যে ঘেরা। তিনি বলেন, ‘দেখা যাক, ভবিষ্যৎ কী হয়।’