খেলা চলাকালে মাঠে জ্ঞান হারালেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪, ১৭:২০
শেয়ার :
খেলা চলাকালে মাঠে জ্ঞান হারালেন ফুটবলার

ইতালিয়ান ক্লাব ফুটবলে মাঠে হঠাৎ জ্ঞান হারান ইভান এনডিকা। এর ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।

গতকাল রবিবার রাতে সিরি ‘আ’ ম্যাচে ব্লু এনার্জি স্টেডিয়ামে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। যেখানে খেলার ৭১তম মিনিটে ১-১ গোলে সমতা থাকা অবস্থায় বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

যদিও উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।

এনডিকার অবস্থা অবশ্য ভালো বলে পরে জানা যায়। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে।

এ নিয়ে এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’

উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে।