বার্সেলোনা ওপেনে ফিরছেন নাদাল

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১৬:২৬
শেয়ার :
বার্সেলোনা ওপেনে ফিরছেন নাদাল

চলতি বছরের জানুয়ারির পর প্রথমবার এটিপি প্রতিযোগিতায় ফিরছেন রাফায়েল নাদাল। আগামী সপ্তাহে বার্সেলোনা ওপেনে ফ্লাভিও কোবোইর বিপক্ষে কোর্টে নামছেন এই তারকা।

এর আগে ব্রিসবেন ওপেনের কোয়ার্টার ফাইনালে জর্ডান টম্পসনের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে হিপ ইনজুরিতে পড়েছিলেন ২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী। এরপর মাত্র একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন তিনি।

আগামী জুনে ৩৮ বছরে পা রাখতে যাওয়া নাদাল পুরোপুরি ফিট হয়েই কোর্টে নামতে চেয়েছেন। যেখানে ২০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপনের ১৫তম শিরোপা জয়ের আশা করছেন তিনি।