প্রধান নির্বাচকের বোনের মৃত্যু, বিসিবির শোক

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১৬:০৭
শেয়ার :
প্রধান নির্বাচকের বোনের মৃত্যু, বিসিবির শোক

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বোন আফরোজা আক্তার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর।

আজ সকালে লিপুর বোন উত্তরায় মৃত্যবরণ করেন। লিপুর বোনের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে। তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে বিসিবি।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নুর স্থলাভিষিক্ত হন গাজী আশরাফ লিপু।