শোয়েব-সানার প্রথম ঈদ
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ভক্ত, অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা এ অলরাউন্ডার তৃতীয় স্ত্রী সানা জাভেদের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান।
শোয়েব-সানাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্য অন্তরঙ্গ ছবির কারণে আপত্তি তুলেছেন সমালোচকেরা। অনেকেই লিখেছেন, ‘এটা ঈদ, ১৪ ফেব্রুয়ারি নয়।’ তাদের বক্তব্য, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালে শোয়েবের ব্যবহৃত ছবিটি সামঞ্জস্য পূর্ণ হত। ঈদের সঙ্গে নয়।
এক ক্রিকেটপ্রেমী আবার শোয়েবের সাবেক স্ত্রী সানিয়া মির্জার একটি পুরনো ঈদের পোস্টের স্ক্রিন শট ব্যবহার করে কটাক্ষ করেছেন। পোস্টে লিখেছেন, ‘লোকটা প্লাস্টিক খুঁজতে গিয়ে হিরা হারিয়েছে।’