পিটার হাসের ‘গা ঢাকা’ নিয়ে যা বললেন পিনাক রঞ্জন চক্রবর্তী

অনলাইন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ২১:১৬
শেয়ার :
পিটার হাসের ‘গা ঢাকা’ নিয়ে যা বললেন পিনাক রঞ্জন চক্রবর্তী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘ভারতের কঠোর অবস্থানের কারণে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন’—এমন দাবি নিয়ে চলছে কূটনৈতিক বিতর্ক।

ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সম্প্রতি  দিল্লিতে এক অনুষ্ঠানে ওই দাবি তোলেন। তবে সেই দাবি গতকাল সোমবার নাকচ করে দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘এই বক্তব্য সঠিক নয়।’

মার্কিন প্রশাসনের এমন বক্তব্যের পর আজ মঙ্গলবার বিবিসি বাংলার কাছে নিজের অবস্থান তুলে ধরেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, ‘প্রথম কথা হলো, আমি সেদিন কিন্তু নতুন কোনো কথা বলিনি। বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে সে দেশের মিডিয়াতেই ভূরি ভূরি খবর বেরিয়েছিল যে, হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূতকে আর কোথাও দেখা যাচ্ছে না। যারা বাংলাদেশের গণমাধ্যমে নিয়মিত নজর রাখেন, তারা সবাই এটা জানেন, আমিও জানি।’

পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘এখন ঘটনা হলো, এর ঠিক কিছু দিন আগেই দিল্লিতে ভারত ও আমেরিকার মধ্যে “টু প্লাস টু ডায়ালগে” কী ঘটেছে, সেটাও পাবলিক ডোমেইনে আছে এবং সবাই তা জানেন। আপনি বলতে পারেন সেই টু প্লাস টু-র বৈঠকের পরই রাষ্ট্রদূতের এই অন্তর্ধান—আমি শুধু দুয়ে দুয়ে চার করেছি।’

কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ্য সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের দ্বিতীয় কোনো উত্তর দেওয়া সম্ভব নয় বলেও জানান পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি বলেন,  ‘আমেরিকা ছাড়ুন, একটা ছোট্ট দেশের সরকারকেও যদি জিজ্ঞেস করা হয় অমুক দেশের কড়া অবস্থানের কারণেই কি আপনাদের রাষ্ট্রদূত গা ঢাকা দিয়েছেন, কেউ কি স্বীকার করবে যে, হ্যাঁ, সেটা সঠিক?’