ইউসুফ নন, পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১২:১২
শেয়ার :
ইউসুফ নন, পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ

মোহাম্মদ ইউসুফ গুঞ্জন উড়িয়ে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ব্যাটার ইউসুফ।

পিসিবি সোমবার এক বিবৃতিতে জানায়, এই সিরিজে স্পিন বোলিং কোচের দায়িত্ব চালিয়ে যাবেন সাঈদ আজমল। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সফরেও একই দায়িত্বে ছিলেন সাবেক এই স্পিনার।

এর আগে মাহমুদ ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডে একই দায়িত্বে আছেন তিনি।

ডানহাতি অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে ১৬৪ ম্যাচ খেলে ১৬২টি উইকেট ও ২ হাজার ৪২১ রান করেছেন।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে কোচ নিয়োগে নামে পিসিবি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গ্যারি কারস্টেন, জেসন গিলেস্পি, শেন ওয়াটসনের নাম সামনে এসেছে। কিন্তু এখন পর্যন্ত ফলাফল আসেনি।

যদিও জানা গেছে, টেস্টের প্রধান কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অজি ফাস্ট বোলার গিলেস্পি। আর কারস্টেনের সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি। এই প্রোটিয়া কোচ এখন আইপিএল নিয়ে ব্যস্ত। আসর শেষে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।