পাকিস্তানের হয়ে খেলবেন আমিরাতের ৫ বছর নিষিদ্ধ হওয়া ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১৬:৪২
শেয়ার :
পাকিস্তানের হয়ে খেলবেন আমিরাতের ৫ বছর নিষিদ্ধ হওয়া ক্রিকেটার

নিয়ম ভঙ্গ করায় কয়েক দিন আগেই ৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটে উসমান খানকে নিষিদ্ধ করেছিল সেদেশের বোর্ড। এবার সেই ক্রিকেটার খেলবেন পাকিস্তানের হয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নকভি নিশ্চিত করেছেন, জাতীয় দলের স্কোয়াডের জন্য বিবেচনা করা হচ্ছে উসমানকে। 

লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নকভি বলেন, ‘ (উসমান) খান পাকিস্তানের হয়ে খেলার জন্য উপযুক্ত এবং সে (জাতীয় দলের হয়ে) খেলবে।’

পাকিস্তান ছেড়ে আরব আমিরাতের হয়ে খেলার জন্য সেদেশে গিয়েছিলেন উসমান। আমিরাতের জাতীয় দলে না খেললেও প্রক্রিয়ার মধ্যেই ছিলেন এই ক্রিকেটার। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্সের পর তার প্রতি আগ্রহী হয় পাকিস্তান।

সম্প্রতি কাকুলে সেনাবাহিনীর অধীনে কঠোর অনুশীলন করে ২৯ সদস্যের পাকিস্তান ক্রিকেট দল। সেই ক্যাম্পে ডাক পান পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ক্রিকেটার উসমানও। পরে সেই সূত্র ধরেই তাকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয় আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়ার পরই উসমানের বিপক্ষে তদন্ত শুরু হয়েছিল। তদন্ত শেষে বিজ্ঞপ্তিতে ইসিবি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন উসমান। 

বিজ্ঞপ্তিতে আরব আমিরাতের বোর্ড বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে উসমান। সে ইসিবির থেকে সুবিধা নিয়েছে। এটা স্পষ্ট সে এখন আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’

যদিও চুক্তির কোনো লঙ্ঘন করেননি বলেই এখনো বিশ্বাস করেন উসমান। তিনি দাবি করেছেন, চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ড আছে।

শোনা গেছে, পিএসএল শেষে উসমানের কাছে পিসিবি জানতে চেয়েছিল যে তিনি পাকিস্তানের হয়ে খেলতে চান কি না। এই প্রশ্নে ইতিবাচক উত্তর দিয়েছেন উসমান। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে করা ফিটনেস ক্যাম্পে ডাকে পিসিবি।