ঈদের ছুটিতে বেড়েছে বিদেশ ভ্রমণের চাপ
এবার ঈদের ছুটি লম্বা। কেউ যাচ্ছেন গ্রামের বাড়িতে। কেউবা ছুটছেন কক্সবাজারসহ বিভিন্ন পর্যটন স্পটে। আবার অনেকে দেশের বাইরে যাচ্ছেন অবকাশ-যাপনে। বিদেশে যারা যাচ্ছেন তাদের মধ্যে ব্যবসায়ী এবং ব্যস্ততার কারণে পরিবার-পরিজনকে একান্ত সময় দিতে পারেন না এমন লোকজনের সংখ্যা বেশি। এ ছাড়া অনেক চাকরিজীবীও আছেন বিদেশে অবকাশযাপনকারীর দলে।
তথ্য সূত্রে জানা গেছে, পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটিতে বিদেশ যাওয়ার সংখ্যা অনেক বেড়েছে। এর মধ্যে ভারত, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ ও শ্রীলংকাতে অবকাশ যাপনে যাচ্ছেন মানুষ। বেশি চাহিদা মালদ্বীপ ও শ্রীলংকাতে। দেশ দুটিতে যেতে লাগে অনঅ্যারাইভাল ভিসা। তাই সময় ও ভোগান্তি বাঁচাতে এ গন্তব্য পছন্দের হয়ে উঠছে ঈদের ছুটিতে।
উৎসবের ছুটিতে বাইরে বেড়াতে যাওয়ার আগ্রহ মানুষের আছে। তবে কম খরচে বিদেশভ্রমণের প্যাকেজ চান তারা। কিন্তু উড়োজাহাজের টিকিটের চড়া দামের কারণে তা করা সম্ভব হচ্ছে না। স্বাভাবিক সময়ে বাংলাদেশ থেকে এসব গন্তব্যের টিকিটের দাম বেশি থাকে। উৎসবের সময় তা আরও বেড়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনেসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আয়াটা রুলস অনুযায়ী যাত্রার আগে টিকিটের দাম বাড়ে; এটাই স্বাভাবিক। সবাই জানেন। এ ছাড়া সাধারণত টিকিটের দাম কম।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
ঈদযাত্রার টিকিটের চাহিদা নিয়ে ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ গন্তব্যের মধ্যে সৈয়দপুর, রাজশাহী ও যশোরের কোনো টিকিট নেই। আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে ভারত, ব্যাংকক ও মালদ্বীপের চাহিদা বেশি।
সূত্র জানিয়েছে, ঈদে শুধু অবকাশ যাপনে মানুষ দেশের বাইরে যাচ্ছেন তা নয়। অনেকে এ সুযোগে কেনাকাটাও সেরে নিচ্ছেন। এদের একটা বড় অংশ ভারতগামী। গত মার্চে সোয়া লাখ মানুষ ভারতের জন্য ভিসা নিয়েছেন। অন্য সময়ে এ সংখ্যা ৬০ হাজার থেকে ৬৫ হাজারের ঘরে। ভারতে কেনাকাটা, চিকিৎসা ও ভ্রমণ নানা কারণেই মানুষ যান। ঈদের ছুটিতে অনেক মানুষ এবার কলকাতা, ব্যাংককে কেনাকাটাও করতে পারেন বলে ধারণা করা যাচ্ছে।
তবে ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে দেশের বাইরে উড়োজাহাজে করে অবকাশযাত্রায় বাড়তি বাণিজ্যের প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে আগের চেয়ে উড়োজাহাজের সংখ্যা বেড়েছে; বেড়েছে যাত্রীসংখ্যাও। এতে টিকিটের দাম কমার কথা। কিন্তু উল্টো বাড়ছে। উড়োজাহাজ সংস্থাগুলো জ্বালানি খরচের কথা বলে টিকিটের বাড়তি দাম রাখে। উৎসবের সময় তারা দাম আরও বাড়িয়ে দেয়।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল