যে ২ ক্রিকেটারের সঙ্গে কখনো এক রুমে থাকবেন না রোহিত

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ২০:৫২
শেয়ার :
যে ২ ক্রিকেটারের সঙ্গে কখনো এক রুমে থাকবেন না রোহিত

ভারতের দুই ক্রিকেটার শিখর ধাওয়ান ও রিশাভ পন্থের সঙ্গে কখনোই রুম ভাগাভাগি করতে চান না বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কারণ, হিসেবে এই দুই ক্রিকেটারকে আগোছালো হিসেবে উল্লেখ করেছেন রোহিত। 

সম্প্রতি নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হয়ে গিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। গতকাল শনিবার সেই ‘শো’ প্রিমিয়ার হয়। সেখানেই মজা করে এই তথ্য ফাঁস করেন রোহিত। 

রোহিত বলেছেন, ‘এখন সবাই একক রুম পায়। কিন্তু আমাকে যদি একটি রুম অন্যদের সঙ্গে ভাগ করে থাকতে বলা হয়, তাহলে ২ জন লোক আছে যাদের সঙ্গে রুম শেয়ার করতে চাই না- শিখর ধাওয়ান ও রিশাভ পন্থ। তারা খুব আগোছালো। অনুশীলন শেষে তারা বিছানায় তাদের জামাকাপড় ফেলে রাখে।’

রোহিত এরপর ফাঁস করেন, বেলা দুপুর পর্যন্ত ঘুমান ধাওয়ান ও পন্থ। তাদের রুমের সামনে বিরক্ত না করার নোটিশও টানানো থাকে। 

---শিখর ধাওয়ান ও রিশাভ পন্থ।

রোহিতের ভাষায়, ‘তাদের (ধাওয়ান ও পন্থ) রুম সবসময় ‘বিরক্ত করো না’ নোটিশ টানানো থাকে, কারণ তারা দুপুর ১টা পর্যন্ত ঘুমায়। পরিচ্ছন্নতাকর্মীরা যাতে সকালে তাদের রুম পরিস্কার করতে এসে বিরক্ত না করে তাই রুমের সামনে এই নোটিশ। তা নাহলে তারা রুমে ঢুকে পড়বে। তাদের রুম প্রায়শই তিন থেকে চার দিন অগোছালো থাকে। এটি তাদের আশেপাশে থাকা লোকদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তাই, আমি মনে করি না আমি তাদের সাথে থাকতে পারব।’ 

গত বছর বিশ্বকাপে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে যায় ভারত। সেই দলের নেতৃত্বে ছিলেন রোহিত। তিনি ভেবেছিলেন শিরোপা জিততে না পারায় ভারত সমর্থকরা তাদের ওপর ক্ষুব্ধ হবে। তবে সমর্থকদের সমর্থনে অবাক হয়েছেন রোহিত। 

ভারত অধিনায়ক বলেন, ‘আমি ভেবেছিলাম যে আমাদের দেশে বিশ্বকাপ হয়েছে, তাও আমরা জিততে পারিনি, তাই সমর্থকরা আমাদের ওপর ক্ষুব্ধ হবে। কিন্তু আমি তাদের প্রশংসা করতে শুনেছি যে আমরা কতটা ভালো খেলেছি এবং তারা সেই ক্রিকেট কতটা উপভোগ করেছে।’