‘হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে, আমার কাছে সেটা বিষয় না’

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৭:৫১
শেয়ার :
‘হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে, আমার কাছে সেটা বিষয় না’

গত বছর ভারত বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডিরেক্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে সেবার এই পদে প্রাপ্য সম্মান পাননি বলে অনেকবারেই দাবি করেছেন তিনি। আবারও তার কথায় সেই সফরের হতাশা ফুটে উঠেছে। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও। সবমিলিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 

বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের কোচ হিসেবে কাজ করছেন সুজন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আর কখনো জাতীয় দলের দায়িত্বও পালন করতে চান না তিনি। 

সুজন বলেন, ‘আমি মনে হয় আর বাংলাদেশ ক্রিকেটের সমাধান নই। আমার মনে হয়, বাংলদেশের আরও ভালো সমাধান আছে। আমিও আর আগ্রহী নই। আরও ভালো কিছু করার আছে আমার। গত বিশ্বকাপে যা করেছি, আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে সেটা যায় না আসলে। হয়তো আমি অত বড় কোচ নই, ক্রিকেট নিয়ে অত কিছু জানিও না, তারপরও আমি মনে করি আমার সম্মান আছে। গত বিশ্বকাপে আমি আমার প্রাপ্য সম্মানটা পাইনি। আমার তা প্রাপ্য নয়। আমি আর কোনোদিনও এটা করতে চাই না।’

সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমি ওসব পদে (টিম ডিরেক্টর) আর যেতে চাই না। নিজেকে নিয়ে আমি খুবই খুশি। আবাহনীতে কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। খুবই খুশি আমি। দেশের ক্রিকেটের উন্নয়নে যদি কোনো সহায়তা করতে হয় আমি অবশ্যই করব।’

টিম ডিরেক্টর হিসেবে অপমানিত হয়েছে কি না এমন প্রশ্নে সুজন বলেন, ‘ইনসাল্ট কথাটা বলব না। আমি ক্রিকেট পছন্দ করি। ক্রিকেট আমার ভালোবাসা, আমার প্যশন। তবে আমার মনে হয়, একটা জায়গায় যখন কাজ করেছি, সেই জায়গাটায় যখন কাজ করতে না পরি, এতগুলো সফরের পরও আমার কাজটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আর আমাকে ওই পদে রাখার মানে হয় না।’

ভারত বিশ্বকাপের প্রসঙ্গেই হাথুরুসিংহেকে টেনে আনেন সুজন, ‘বাংলাদেশ দলের সঙ্গে তো আমি সফর করতে যাই না। ট্যুর পার্টি হতে চাই না। বিদেশে অনেক ঘুরেছি। বিদেশে ঘোরার কোনো ইচ্ছা আমার নাই। আমি মনে করি, আমি এসবের ঊর্ধ্বে। হাথুরুসিংহে হয়তো বিশ্বের সেরা কোচ হতে পারে, সেটা আমার কাছে কোনো বিষয় না। বাংলাদেশে আমি সম্মানীয় কোচ, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে। আমি নিজের সম্মান আর হারাতে চাই না।’