কোহলির মন্থর সেঞ্চুরি, পাকিস্তানি তারকার খোঁচা

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৬:১০
শেয়ার :
কোহলির মন্থর সেঞ্চুরি, পাকিস্তানি তারকার খোঁচা

আইপিএলের চলমান মৌসুমে ব্যাটে রানের ফোঁয়ারা ফোটাচ্ছেন বিরাট কোহলি। রান সংগ্রহে তার ধারে-কাছেও নেই কেউ। গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে করেছেন সেঞ্চুরি। তবে তাতেও শেষরক্ষা হয়নি হেরে গেছে তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

রাজস্থানের বিপক্ষে কোহলি অপরাজিত থাকেন ৭২ বলে অপরাজিত ১১৩ রান করে। ভারতের সাবেক এই অধিনায়ক সেঞ্চুরিতে পৌঁছান ৬৭ বলে। বর্তমান ক্রিকেট বিবেচনায় যেটি বেশ মন্থর। আইপিএলের ইতিহাসে এটি যৌথভাবে সবচেয়ে মন্থর ইনিংস। এর আগে, ২০০৯ সালে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মনীশ পান্ডে। 

এমন মন্থর সেঞ্চুরি করায় কোহলিকে খোঁচা মারতে ছাড়েননি ক্রিকেটবোদ্ধারা। এই দলে শামিল হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার জুনাইদ খানও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কোহলিকে নিয়ে ঠাট্টা করে জুনাইদ বলেন, ‘আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি করায় অভিনন্দন বিরাট কোহলি।’

যদিও বেঙালুরুর ইনিংসের পর কোহলি বলেছেন, পিচে রান করা বেশ কঠিন ছিল। তিনি চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা করেছেন বলেও জানান তিনি। আপাতদৃষ্টিতে ফ্ল্যাট মনে হলেও কোহলি জানিয়েছেন রান করার জন্য সহজ ছিল না পিচ। 

কোহলির সেঞ্চুরিতে এদিন প্রথমে ব্যাট করে রাজস্থানের সামনে ১৮৪ রানের লক্ষ্য দেয়। জবাব দিতে নেমে ৫ বল বাকি থাকতেই সহজ জয় পায় রাজস্থান। ৫৮ বলে শতরান করে অপরাজিত থেকে ম্যাচের নায়ক জশ বাটলার। 

চলমান আইপিএলে ৩১৬ রান নিয়ে সবার ওপরে কোহলি। দ্বিতীয় স্থানে থাকা রিয়ান পরাগ তার বেশ পেছনে। রাজস্থান রয়্যালসের এই তারকার রান ১৮৫। ১৭৮ রান নিয়ে তিনে রাজস্থানের আরেক তারকা সাঞ্জু স্যামসন।