তলানির দলের বিপক্ষে পিএসজির হোঁচট

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৪:১৫
শেয়ার :
তলানির দলের বিপক্ষে পিএসজির হোঁচট

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হোঁচট খেল পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের তলানির দল ক্লেরমঁর বিপক্ষে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা।

পার্ক দেস প্রিন্সেসে এদিন ৩২তম মিনিটে লিড নেয় ক্লেরমঁ। এ সময় অ্যালান ভার্জিনিয়াসের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে গোল করেন হাবিব কেইটা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তলানির দলটি।

তবে বিরতির পর ৮৫তম মিনিটে সমতা ফেরায় পিএসজি। এ সময় কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন গনসালো রামোস। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

যদিও এই ড্রয়ে ২৮ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্টের চেয়ে এগিয়ে আছে ২৩ পয়েন্টে।