কারস্টেন-গিলেস্পিই হচ্ছেন পাকিস্তানের কোচ

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৭
শেয়ার :
কারস্টেন-গিলেস্পিই হচ্ছেন পাকিস্তানের কোচ

বেশ কিছুদিন ধরেই কোচ নেই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। তবে সেই পদে নাকি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি। 

সাদা বল ও লাল বলের জন্য আলাদা এই দুই কোচ নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছে জিও টিভি। ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য কারস্টেন ও টেস্টের জন্য গিলেস্পিকে কোচ হিসেবে পেতে চাইছে পিসিবি। 

আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই পাকিস্তানের বোর্ড এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে। কোচ চাওয়ার বিজ্ঞাপনের মেয়াদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তাই এখনই চূড়ান্ত ঘোষণা দেওয়া যাচ্ছে না। আগামী ১৮ এপ্রিল থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজকে সামনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারত বিশ্বকাপে ব্যর্থতার পরপরই কোচিং প্যানেলে ব্যাপক রদবদল আনে পিসিবি। পাকিস্তান দলের টিম ডিরেক্টর মিকি আর্থার, কোচ গ্র্যাড ব্র্যাডবার্ন ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিককে পাঠানো হয় লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ)। পরে এ বছরের জানুয়ারিতে তারা ইস্তফা দেন। 

এর আগে, ২০২৩ সালের এপ্রিলে আর্থারকে ডিরেক্টর, ব্র্যাডবার্নকে হেড কোচ ও পুটিককে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। এই তিনজন সরে যাওয়ার পর পাকিস্তান দলের ভারপ্রাপ্ত হেড কোচ ও ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে। তবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ও নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর তার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি পিসিবি।