প্রত্যেকদিনই দাবা খেলেন সালাহ, বসেন ধ্যানেও
বিগত কয়েক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার লিভারপুলে খেলা মোহাম্মদ সালাহ। মাঠে সালাহর ফুটবল জাদু দেখতে মুখিয়ে থাকেন ফুটবলভক্তরা। তবে তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট এসপিএনকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে ব্যক্তিগত বেশ কিছু ব্যাপারে কথা বলেন মিসরীয় এই তারকা।
যদি কেউ মনে করেন ফুটবলার হিসেবে সালাহর বিকাশের পথে প্রতিভা আর প্রশিক্ষণই সব, তাহলে তারা ভুল ভাবছেন। সাক্ষাৎকারে সালাহ এমন দুইটি শখ ও আরেকটি খেলার কথা উল্লেখ করেছেন যেটি শুধু তার খেলাতেই নয়, ব্যক্তিজীবনেও বিকশিত হতে সাহায্য করেছে।
লিভারপুল তারকা সালাহর ভাষ্যমতে, ‘আমি প্রায় প্রতিদিনই দাবা খেলি। আসলে, প্রতিদিন। আমি বেশিরভাগ সময় যোগব্যায়ামও করি, প্রায় প্রত্যেকদিনই ধ্যানে বসি।’
সালাহ আরও বলেন, ‘আমি ছোট ছোট জিনিসগুলিতে উন্নতি করার চেষ্টা করি। সেটি কেবল ফুটবলের জন্যই হয়, ব্যক্তি হিসেবে নিজের সম্পর্কে চিন্তা করেও। এটা এমনই...আমি যখন এটা সম্পর্কে ভাবি, ফুটবলে সেরা হওয়ার জন্য আমি সবকিছু করি। কিন্তু, মানুষ হিসেবে আমার আরও বিকশিত হওয়া দরকার।’
এরপর সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক রেনাটো সেনিস জানান যে অনলাইনে তিনি সালাহর খেলা কিছু দামা গেম খুঁজে পেয়েছেন। এরপর রসিকতা করে একটি চ্যালেঞ্জও ছুঁড়ে দেন, ‘আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আপনি যদি খেলতে জানেন তবে আমরা যে কোনও দিন খেলতে পারি।’