মোস্তাফিজকে পেছনে ফেললেন মোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ১০:০৪
শেয়ার :
মোস্তাফিজকে পেছনে ফেললেন মোহিত শর্মা

মোস্তাফিজুর রহমানকে পেছনে ফেলে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ১ নম্বরে জায়গা করে নিয়েছেন গুজরাট টাইটানসের ফাস্ট বোলার মোহিত শর্মা।

গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১টি উইকেট নেওয়ার সুবাদে যুগ্মভাবে তিনি চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীতে পরিণত হন।

মোহিত শর্মা ৪ ম্যাচে ৭টি উইকেট দখল করেন। চেন্নাই সুপার কিংসের মোস্তাফিজুর রহমান ৩ ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন। তবে মোস্তাফিজের তুলনায় মোহিত ওভার প্রতি কম রান খরচ করেছেন। মোহিতের ইকনমি রেট ৮.১৮। মুস্তাফিজুরের ইকনমি রেট ৮.৮৩। আর এ কারণে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এক নম্বরে নাম রয়েছে মোহিত শর্মার। তালিকায় তিন নম্বরে আছেন মায়াঙ্ক যাদব। তিনি ২ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন।

পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে খেলছেন মোস্তাফিজ। ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন। তবে জরুরি কাজে আইপিএলের মাঝপথে হঠাৎ ভারত থেকে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তাই আজ চেন্নাই একাদশে তার না থাকার সম্ভাবনা বেশি।