আইপিএলে প্রথম ১০ ম্যাচে দর্শক সংখ্যায় রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ২০:৪৩
শেয়ার :
আইপিএলে প্রথম ১০ ম্যাচে দর্শক সংখ্যায় রেকর্ড

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। তবে থেমে থাকেনি ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)। ঘরের মাঠে সম্ভব না হওয়ায় ২০২০ ও ২০২১ সালে আইপিএল আয়োজিত হয় দুবাইয়ে। ঘরবন্দী থাকায় সেই দুই মৌসুমে দর্শক সংখ্যায় হয়েছিল রেকর্ড। তবে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে ২০২৪ আসর। 

এবারের আইপিএলের সম্প্রচারকারী সংস্থা ডিসনি স্টার জানায়, প্রথম ১০ ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৩৫ কোটি। এর আগে কোনো আইপিএল আসরের প্রথম ১০ ম্যাচে এত দর্শক দেখা যায়নি। আজ বৃহস্পতিবার এই দাবি করে তারা। 

সম্প্রচারকারী এই সংস্থাটির তথ্য অনুযায়ী, দর্শকরা মোট ৮০২৮ কোটি মিনিট খেলা দেখেছে। যা গত দশকের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। ডিজনি স্টারের স্পোর্টস বিভাগের প্রধান সাংজোগ গুপ্ত এক বিবৃতিতে বলেছেন, ‘২০২৪ টাটা আইপিএলে রেকর্ড গড়া দর্শকে আমরা অভিভূত।’

বধির, শ্রবণশক্তিহীন, এবং দৃষ্টি প্রতিবন্ধী ভক্তদের জন্য ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে একটি বিশেষ ফিডসহ ১০টি ভাষায় এবার ১৪টি ফিডে খেলা দেখিয়েছে ডিজনি স্টার। গত ২২ মার্চ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার উদ্বোধনী ম্যাচের খেলা দেখেছেন প্রায় ১৬ কোটি ৮০ লক্ষ দর্শক। ওই দিন দর্শকরা ১ হাজার ২৭৬ কোটি মিনিট খেলা দেখেছে। আইপিএলের ইতিহাসে এত বেশি দর্শক প্রথম দিনে কখনো দেখা যায়নি।