বাংলাদেশকে ধসিয়ে মাসসেরার মনোনয়নে কামিন্দু-গার্ডনার

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১৯:২৯
শেয়ার :
বাংলাদেশকে ধসিয়ে মাসসেরার মনোনয়নে কামিন্দু-গার্ডনার

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আর বাংলাদেশের নারী ক্রিকেটাররা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্ট সিরিজে বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার নায়ক ছিলেন কামিন্দু মেন্ডিস। আর নিগার সুলতানা জ্যোতিদের ওয়ানডে সিরিজে ধসিয়ে দিয়েছেন অ্যাশলে গার্ডনার। 

আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়নে পুরুষ ও নারী বিভাগে এবার জায়গা করে নিয়েছেন কামিন্দু ও গার্ডনার। আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

ছেলেদের ক্যাটাগরিতে কামিন্দুর প্রতিপক্ষ হিসেবে মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর। আর গার্ডনারের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন কামিন্দু। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে করেছেন ১০২ রান। আর দ্বিতীয় ইনিংসে ধ্রুপদী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ১৬৪ রান। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন কামিন্দু। ৯২ রান করে পরে ফিরতে হয় তাকে। এই টেস্টে বল হাতেও অবদান রাখেন তিনি। পরে সিরিজসেরার পুরস্কারও তার হাতে ওঠে। 

অস্ট্রেলিয়ার নারীরা বাংলাদেমের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ২১ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে হওয়া ওয়ানডে সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ২৬ বছরের স্পিনার গার্ডনার। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি। ব্যাটেও ৫২ রান করেছিলেন তিনি।