হারের পর দুঃসংবাদও শুনল দিল্লি
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। তবে এই ম্যাচ হারের সঙ্গে সঙ্গে দুঃসংবাদও শুনল দলটি। ওভাররেটের কারণে অধিনায়ক রিষভ পন্থকে ২৪ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
গতকাল বিশাখাপত্তনমে এই ম্যাচে সময় মতো বোলিং শেষ করতে না পারেনি দিল্লি। ফলে শুধু পন্থ নয়, জরিমানা করা হয়েছে দিল্লি একাদশের বাকি ক্রিকেটারদেরও। বাকিদের ম্যাচ ফির ২৫ শতাংশ করে (৬ লাখ রুপি) জরিমানা করা হয়েছে।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ঠিকই গড়ে ফেলে কলকাতা। ৭ উইকেটে তারা তুলেছে ২৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় দিল্লি।
আইপিএলের আচরণবিধি সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, দ্বিতীয় ওভাররেটের কারণে অধিনায়ককে বড় অংকের অর্থ জরিমানা করা হবে। আর বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হবে। যা কিনা অধিনায়কের চেয়ে অনেক কম।