আবারও তামিম ঝলক, রুয়েলের ৫ উইকেট
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঝলক দেখিয়েই চলছেন তামিম ইকবাল। আবারও ফিফটি করে প্রাইম ব্যাংককে জিতিয়েছেন এই ওপেনার। এদিকে ৫ উইকেট পেয়ে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে জিতিয়েছেন রুয়েল মিয়া। দিনের আরেক ম্যাচে ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি সৈকত আলী। তবে বড় ব্যবধানে জিতেছে তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
তামিমের প্রাইম ব্যাংক মুখোমুখি হয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৮ রানে থামে পারটেক্স। দলের হয়ে অধিনায়ক মিজানুর রহমান ৪৪ বলে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেছেন। ৩টি করে উইকেট নেন প্রাইম ব্যাংকের মেহেদী হাসান ও রুবেল হোসেন।
জবাব দিতে নেমে ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তামিম। সর্বশেষ ৫ ম্যাচে এটি তামিমের চতুর্থ ফিফটি। হাফ সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ মিঠুনও। ৫১ রান এসেছে এই ব্যাটারের ব্যাটে।
দিনের অন্য ম্যাচে রুয়েল মিয়ার তোপে গাজী গ্রুপের কাছে ৯ উইকেটে উড়ে গেছে গাজী টায়ার্স। প্রথমে ব্যাট করে ২৫.৪ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয়েছে গাজী টায়ার্স। ৬ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন রুয়েল। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারেই জয় তুলে নেয় গাজী গ্রুপ।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে যাওয়ায় শেখ জামালের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। তবে দলের সেরা ক্রিকেটারকে ছাড়াও দাপুটে জয় তুলে নিয়েছে ক্লাবটি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে শেখ জামাল। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন সৈকত আলী। আটে নেমে ৩২ বলে ৪০ রানের ইনিংস খেলেন জিয়াউর রহমান।
জবাব দিতে নেমে ৪৪ ওভার ৪ বলেই ১৮৭ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন আমিনুল ইসলাম। ম্যাচসেরা হয়েছেন সৈকত।