১০ নম্বর জার্সিতে গোল করে শিরোপা জেতালেন মেসির ছেলে
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কিসিম্মি শহরে হয়ে গেল ইস্টার ইন্টারন্যাশনাল কাপ। মেক্সিকান ক্লাব মন্তেরির আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তিনশরও বেশি বয়সভিত্তিক দল। সেখানে ইন্টার মায়ামি অনূর্ধ্ব-১২ দলের হয়ে শিরোপা জিতেছেন লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি ও লুইস সুয়ারেজের পুত্র বেঞ্জামিন সুয়ারেজ। খবর ইএসপিএনের।
ম্যাচে ১১ বছরের থিয়াগো মাঠে নেমেছিলেন বাবার মতোই ১০ নম্বর জার্সি পরে। ফাইনালে ফ্লোরিডা ক্রেজের বিপক্ষে ৪-০ গোলে জেতে ইন্টার মায়ামি। ম্যাচে একটি গোল পেয়েছেন থিয়াগো। পরে ১০ বছরের বেঞ্জামিন ও তিনি শিরোপা জয়ের মেডেল পরেন।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় একসঙ্গে দীর্ঘদিন কাটিয়েছেন মেসি ও সুয়ারেজ। জুটি বেঁধে বার্সেলোনাকে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগার শিরোপা জিতিয়েছেন তারা। এরপর মেসি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ও সুয়ারেজ স্পেনের আরেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেন।
ইন্টার মায়ামিতে আবারও পুনর্মিলন হয় মেসি-সুয়ারেজের। আগামীকাল শুক্রবার মাঠে একসঙ্গে দেখা যেতে পারে মেসি ও সুয়ারেজকে। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর লিগা এমএক্সের দল মন্তেরির বিপক্ষে নামবে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি। ইনজুরির কারণে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মেসি। এই ম্যাচেই ঘটতে পারে তার প্রত্যাবর্তন।