চলতি মাসেই বাংলাদেশে আসছেন হারমানপ্রীতরা

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১৫:২৯
শেয়ার :
চলতি মাসেই বাংলাদেশে আসছেন হারমানপ্রীতরা

আগামী সেপ্টেম্বর–অক্টোবরে বাংলাদেশে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। বৈশ্বিক সেই টুর্নামেন্ট উপলক্ষে ঘরের মাঠে ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ খেলার পর অ্যালিসা হিলিরা খেলছেন টি-টোয়েন্টি সিরিজ। এবার বাংলাদেশে আসছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতও। 

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পরই আসবে ভারত। বাংলাদেশের বিপক্ষে এই সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই প্রথম টি-টোয়েন্টিতে ৫ ম্যাচের কোনো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। এর আগে তিন ম্যাচের সিরিজই ছিল সর্বোচ্চ। 

আজ বুধবার সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। হারমানপ্রীতরা বাংলাদেশে পা দেবেন আগামী ২৩ এপ্রিল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল। শেষের চার ম্যাচ হবে যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে।

ভারতের বিপক্ষে এই সিরিজে প্রথম দুইটি ও শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। অর্থাৎ, খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর তৃতীয় ও চতুর্থ ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। 

বাংলাদেশের বিপক্ষে গত বছরের জুলাইতেই খেলে গেছে ভারত। সেই সিরিজে নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে সফরকারীরা। এর আগেও দুইবার বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জিতেছিল দলটি।