এতদিন ভুল নামে ডেকেছে সবাই, নামই পাল্টে ফেললেন বাটলার
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জস বাটলার। তবে তাকেও এতদিন সঠিক নামে ডাকেননি কেউ। এমনকি তার মা’ও না। তাই সেই ভুল নামই স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে বাটলার।
মূলত বাটলারের নামের প্রথম অংশ পরিবর্তন করা হয়েছে। তার মূল নাম ছিল জস অর্থাৎ, ইংরেজি অক্ষর ‘জে’, ‘ও’ এবং ‘এস’। কিন্তু মানুষ সবসময় তার নাম উচ্চারণের ক্ষেত্রে শেষে একটি অতিরিক্ত ‘এইচ’ যোগ করত। অর্থাৎ, ‘জে’, ‘ও’, ‘এস’ ও ‘এইচ’। এবার বাটলার শেষের সেই নামই স্থায়ী করে ফেলেছেন। তাই তার নাম এখন থেকে ‘জশ বাটলার’।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ভিডিওতে এই বিভ্রান্তি দূর করেন বাটলার। সেখানে তিনি বলেন, ‘সবাইকে শুভেচ্ছা। আমি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। কিন্তু আমার পুরো জীবনে, আমাকে ভুল নামে ডাকা হয়েছে। রাস্তা-ঘাটের মানুষ থেকে আমার জন্মদিনের কার্ডে আমার মা’ও। ‘‘প্রিয় জশ, তোমার বয়স হচ্ছে। শুভ জন্মদিন। অনেক ভালোবাসা, মা।’’ এমনকি আমার ‘‘এমবিই’’ও (বিশেষ অবদানের পুরস্কারস্বরূপ ব্রিটিশ রাজার দেওয়া নামাঙ্কিত উপহার) ভুল ছিল।’
বাটলার উল্লেখ করেন, ‘তাই দেশের হয়ে ১৩ বছর প্রতিনিধিত্ব ও দুইটি বিশ্বকাপ জেতার পর সমস্যা সমাধান করার সময় হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য সবাইকে বলছি, আমি এখন আনুষ্ঠানিকভাবে জশ বাটলার।’
নাম পরিবর্তনের পর আনুষ্ঠানিকভাবে বাটলার প্রথম ম্যাচ খেলবেন আইপিএলে। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে বাটলারের রাজস্থান রয়্যালস। ২০২২ সালে এই দলের হয়েই চারটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেছিলেন তিনি। জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। যদিও এবার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না এই তারকার।