জ্যোতির ফিফটিতে রেকর্ড গড়েও বাংলাদেশের ১০ উইকেটের হার

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১৪:৪৫
শেয়ার :
জ্যোতির ফিফটিতে রেকর্ড গড়েও বাংলাদেশের ১০ উইকেটের হার

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ব্যাটিংয়ে হতাশ করেছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে একটিতেও শতরান ছুঁতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই শতক পেরিয়েছে বাংলাদেশ। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক জ্যোতির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান। তবে এই রান করেও অজিদের কাছে পাত্তা পাওয়া যায়নি। ৪২ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর আক্রমণ চালাতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। পাওয়ার প্লের ৬ ওভারে ৫৪ রান তোলা অস্ট্রেলিয়া ১০ ওভারে তোলে ৯২ রান। শেষ পর্যন্ত ১৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নারীদের ক্রিকেটের সবচেয়ে সফল এই দলটি। 

৪২ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন হিলি। ৯টি চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। আরেক পাশে মুনি ৩৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৯টি চার। এদিন বাংলাদেশের ৭ জন বোলার বল করেন। মারুফা আকতার ৩ ওভারে ১৯ ও সুলতানা খাতুন ২ ওভারে ১৩ রান দিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। ৩ ওভারে ৩৫ রান দিয়েছেন দলের সবচেয়ে সফল বোলার নাহিদা আকতার। 

এর আগে, ২ রানের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। কোনো রান না করেই ফেরেন দিলারা আকতার ও সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেটে মুর্শিদা খাতুনকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন জুটি। ৫৯ রানের মাথায় ২৭ বলে ২০ রান করে ফেরেন মুর্শিদা। 

চতুর্থ উইকেটে ফাহিমা খাতুনকে নিয়ে ৫২ বলে ৬০ রানের জুটি গড়েন জ্যোতি। ৩ বল বাকি থাকতে ফেরার আগে ২১ বলে ২৭ রান করেন ফাহিমা। ২টি চার ও ১ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। অস্ট্রেলিয়া সিরিজে এটিই বাংলাদেশের একমাত্র ছক্কা। জ্যোতি অপরাজিত ছিলেন ৬৪ বলে ৬৩ রান করে। ৭টি চারে নিজের ইনিংস সাজান বাংলাদেশ অধিনায়ক।