তিনজনে মিলেও ধরতে পারলেন না ক্যাচ

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১৪:০৫
শেয়ার :
তিনজনে মিলেও ধরতে পারলেন না ক্যাচ

শ্রীলংকার বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের বড় ব্যর্থতা ছিল এলোমেলো ব্যাটিং। চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা ফিল্ডিং। এই টেস্টের প্রথম দিনে বেশ কয়েকটি সহজ ক্যাচ ছাড়েন টাইগার ফিল্ডাররা। দ্বিতীয় দিনেও দেখা গেল অবিশ্বাস্য এক ক্যাচ মিস। 

ঘটনাটি ইনিংসের ১২১তম ওভারের। পেসার খালেদ আহমেদের বলে প্রথম স্লিপে ক্যাচ তুলেছিলেন প্রভাত জয়াসুরিয়া। বাতাসে ভাসতে ভাসতে আসা সেই সহজ ক্যাচটিও তালুবন্দী করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত একা নন, এই ক্যাচের ব্যর্থতা আসলে স্লিপে দাঁড়ানো তিনজনের। 

শান্তর হাতে লেগে ক্যাচটি যায় শাহাদাত হোসেন দীপুর কাছে। তার হাত ছুঁয়ে বলটি চলে যায় জাকিরা হাসানের কাছে। তবে তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকিরও সেই ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। 

ওই ক্যাচটি যখন ওঠে তখন শ্রীলংকার রান ছিল ৬ উইকেট হারিয়ে ৪১৯, জয়াসুরিয়া ব্যাট করছিলেন ৬ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশনে ব্যাট করা শ্রীলংকার রান ৬ উইকেট হারিয়ে ৪৫০। ২২ রানে অপরাজিত জয়াসুরিয়া। আরেক পাশে ৩৪ রানে ব্যাট করছেন কামিন্দু মেন্ডিস। 

সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বড় হার দেখায় চট্টগ্রাম টেস্ট পরিণত হয়েছে বাঁচা-মরার যুদ্ধে। তবে এই টেস্টও ভালো কাটছে না নাজমুল হোসেন শান্তদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে নিয়ে ব্যাটিংয়ে নামা লংকানরা এদিন কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলে ৩৭৫ রান। অবশেষে সাকিব আল হাসানের আঘাতে ভাঙে দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয়ার ৮৬ রানের জুটি। ফিফটি পার করার পর ৫৯ রানে থেমেছেন চান্ডিমাল। ৫

উইকেটে ৪১১ রান নিয়ে মধ্যাহ্ণ বিরতিতে যায় শ্রীলংকা। দ্বিতীয় সেশনে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। ওই রানেই অধিনায়ক ধনাঞ্জায়াকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন খালেদ। এরপর কামিন্দুর সঙ্গে জুটি বাঁধেন প্রভাত।