বিশ্বকাপ জয়ের ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করতে পারবেন না
ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে এবারে লড়ছেন দেশটির সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তবে নির্বাচনী প্রচারে ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট টিমের কোনো ছবি ব্যবহার করতে পারবেন না তিনি। এমনকি তিনি দেশের পতাকাও ব্যবহার করতে পারবেন না। এমন নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
এর আগে পশ্চিমবঙ্গের আরেক দল কংগ্রেস ইউসুফ পাঠানের বিরুদ্ধে বহরমপুরে প্রচারণায় শচিন টেন্ডুলকারসহ অন্য ক্রিকেটারদের ছবি ব্যবহার করছে মর্মে অভিযোগ করে। এরপর এই পদক্ষেপ নিল ইসি।
কংগ্রেসের অভিযোগ ছিল, ইউসুফ এসব ছবি ব্যবহার করে আচরণবিধির মডেল কোড (এমসিসি) ভঙ্গ করছেন। পশ্চিমবঙ্গে প্রধান নির্বাচনি কর্মকর্তার (সিইও) কার্যালয়ের সূত্র জানিয়েছে, নির্বাচন প্যানেল কংগ্রেসের অভিযোগ যাচাই করে এর যৌক্তিকতা খুঁজে পেয়েছে।
গতকাল শুক্রবার ইসি থেকে ইউসুফকে নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় দলের ছবি তিনি নির্বাচনি প্রচারে ব্যবহার করতে পারবেন না। ইতিমধ্যে যেসব ছবি প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে, তা-ও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। একইসঙ্গে ইসি তাকে প্রচারণায় জাতীয় পতাকা ব্যবহার করতেও নিষেধ করেছে।