দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে হুঁশিয়ারি জাভির
দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার কথা ঘোষণা করেছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। তার বিরুদ্ধে ওই দুই সাংবাদিক মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলে দাবি করেছেন জাভি।
গতকাল শুক্রবার লা লিগায় লাস পালমানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাভি। যেখানেই মামলার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ওই দুই সাংবাদিকের প্রতি হুঁশিয়ারিও দেন বার্সা কোচ।
জাভি বলেন, ‘আমি সমালোচনা বুঝতে পারি। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। মিথ্যা বা বানানো কোনো কথা আমি মেনে নেব না। এখন এটা বলার সময় এসেছে যে, অনেক হয়েছে, এগুলো ডাহা মিথ্যা, এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
সবমিলিয়ে গণমাধ্যমের ওপর জাভি যে বিরক্ত সেটি বোঝা যাচ্ছে। এর আগেও গণমাধ্যমের সমালোচনা করেছেন তিনি। গত ডিসেম্বরেই বলেছিলেন, নেতিবাচক সংবাদ বার্সার পারফরম্যান্সে প্রভাব ফেলছে। এর আগে, একটি নিবন্ধে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ‘তামাশা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। কোয়ার্টার ফাইনালে ওঠার পর সেই নিবন্ধের কড়া সমালোচনা করেন জাভি।
এদিকে, এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে এখনো অনড় জাভি। গত মৌসুমে বার্সাকে লা লিগা জেতানো এই কোচ বলেন, ‘আমি কৃতজ্ঞ যে সমর্থকরা আমাকে এখনো বার্সায় দেখতে চায়। কিন্তু কিছুই পরিবর্তন হয়নি, আমি ক্লাবের বৃহত্তর স্বার্থের কথা ভাবছি।’