পার্পল ক্যাপ: মোস্তাফিজের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছেন রানা-রাসেল
২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজুর রহমান। ওই মৌসুমের পর নিজেকে আর তেমন মেলে ধরতে পারেননি বাংলাদেশি এই পেসার। এই সময়ে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসও ও দিল্লি ক্যাপিটালসের মতো ক্লাবে।
এই মৌসুমে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজ যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংসে। মহেন্দ্র সিং ধোনিদের এই ফ্র্যাঞ্চাইজিতে দুই ম্যাচ খেলেই আলো ছড়িয়েছেন ‘দ্য ফিজ’। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে নিয়েছেন ২ উইকেট। মোট ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই। স্বাভাবিকভাবেই আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিদের ‘পার্পল ক্যাপ’ এখন মোস্তাফিজের মাথায়ই।
তবে মোস্তফিজের ঘাড়ে নিঃস্বাস ছাড়ছেন কলকাতা নাইট রাইডার্সের দুই বোলার হরষিত রানা ও আন্দ্রে রাসেল। ৫ ও ৪ উইকেট নিয়ে যথাক্রমে তালিকায় দুই ও তিনে তারা। গতকাল শুক্রবার বেঙ্গালুরুর বিপক্ষে ২টি করে উইকেট পান রানা ও রাসেল।
মোস্তফিজের সামনে সুযোগ থাকছে আগামীকালই রানা-রাসেলদের থেকে ব্যবধান বাড়িয়ে নেওয়ার। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে মোস্তাফিজের চেন্নাই। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় সাড়ে আটটায় শুরু হবে চেন্নাইয়ের তৃতীয় ম্যাচটি। প্রথম দুই ম্যাচের দুইটিতেই জয় পেয়েছে তারা।