দলের খেলোয়াড়ের সঙ্গে প্রেম, ছাঁটাই ইংলিশ লিগের কোচ

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৪, ০৮:৫৯
শেয়ার :
দলের খেলোয়াড়ের সঙ্গে প্রেম, ছাঁটাই ইংলিশ লিগের কোচ

দলের এক খেলোয়াড়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে ছাটাই করা হয়েছে লেস্টার সিটি নারী দলের কোচ উইলি কার্ককে। অভ্যন্তরীণ তদন্তের পর এই কোচকে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ডে মেয়েদের শীর্ষ লিগে (উইমেনস সুপার লিগ) খেলা এই ক্লাবটি। 

গতকাল শুক্রবার এক বিৃবতিতে কার্কের ছাঁটাইয়ের কারণ হিসেবে লেস্টার সিটি বলে, ‘উইলি (কার্ক) দলের আচরণবিধি এমন মাত্রায় ভেঙেছেন যে তাকে আর এই পদে (লেস্টার সিটির কোচ) রাখা সম্ভব হচ্ছে না।’

কার্ক যে দায়িত্বে নেই সেই কথা মার্চের শুরুতেই জানিয়েছিল লেস্টার। সেসময় সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছিল, দলের এক খেলোয়াড়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে তদন্ত চলছে কার্কের বিরুদ্ধে।’

২০২২ সালের নভেম্বরে লেস্টারের নারী দলের পরিচালকের পদ থেকে কোচ করা হয় কার্ককে। ২০২৩-২৪ মৌসুম শুরুর আগেই আচরণবিধি ভাঙার অভিযোগে এই কোচকে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে লেস্টার। লেস্টারের দায়িত্ব সামলানোর আগে এভারটনে কোচিং করিয়েছেন কার্ক। 

ফুটবলা বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে কোচ ও খেলোয়াড়ের প্রেমের সম্পর্ক অবৈধ নয়। তবে এটি মারাত্মকভাবে দলের খেলোয়াড়দের মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট করে। তাই এমন প্রেমের বিপক্ষেই মেয়েদের ফুটবল সংশ্লিষ্ট বেশিরভাগ কোচ-কর্মকর্তা।