আইপিএলের সমালোচনায় পাকিস্তানের সাবেক তারকা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ২১:৪৬
শেয়ার :
আইপিএলের সমালোচনায় পাকিস্তানের সাবেক তারকা

আইপিএলে গতকাল বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে রানের বন্যা দেখেছে দর্শকরা। ৫২৩ রানের ম্যাচে যেখানে ৩১ রানে হেরেছে মুম্বাই। এমন ম্যাচের পর আইপিএলের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের পেসার জুনাইদ খান। 

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে গতকাল সুবিধা করতে পারেননি জাসপ্রিত বুমরাহ কিংবা প্যাট কামিন্সের মতো বোলাররাও। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে ২৪৬ রানে থামে মুম্বাই। 

ম্যাচের দুই ইনিংসে মোট ছক্কা হয়েছে ৩৮টি। আর প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি ম্যাচ দেখল পাঁচশ বা তার বেশি রান। এই ম্যাচের উদাহরণ টেনে আইপিএলের পিচ ও মাঠের দৈর্ঘ্য নিয়ে খোঁচা দিয়েছেন জুনাইদ। 

প্রথমে ব্যাট করা হায়দরাবাদের ২৭৭ রানের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জুনাইদ বলেন, ‘ফ্ল্যাট পিচ, ছোট বাউন্ডারি, দ্রুতগতির আউটফিল্ড। এটাকেই বলে আইপিএল। ২৭৮ রানের টার্গেট।’

পরে মুম্বাইয়ের ৩১ রানের হারের পর জুনাইদ আরেকটি পোস্টে লেখেন, ‘এটি উইকেটের কৃতিত্ব। ৪০ ওভারে মাত্র ৮ উইকেটের পতনে ৫২৩ রান। এটা কি আসলেই ক্রিকেট নাকি স্টিক ক্রিকেট (ভিডিও গেম)?’