৮ ছক্কায় শামীমের ৮৬, রিশাদের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ২০:১৭
শেয়ার :
৮ ছক্কায় শামীমের ৮৬, রিশাদের ৫ উইকেট

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটে ঝড় বইয়ে দিয়েছেন জাতীয় দলে জায়গা হারানো শামীম হোসেন পাটোয়ারি। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গুনে গুনে ৮টি ছক্কায় মাত্র ৪৩ বলে ৮৬ রান করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটার। তাতে জয় পেয়েছে তার দলও। অন্যদিকে, আলোচিত লেগ স্পিনার রিশাদ হোসেন ৫ উইকেট নিলেও হেরে গেছে তার দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে শামীমের রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে মাত্র ১৯১ রান করে পারটেক্স। জবাব দিতে নেমে মাত্র ২৫ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। চারে নেমে ৩২ বলে হাফ সেঞ্চুরি করা শামীম শেষ পর্যন্ত ৬ চার ও ৮ ছক্কায় ৮৬ রান করেন। ওপেনার তৌফিক খান ৬৬ বলে করেন ৮৩ রান। 

ছয় ম্যাচে এটি নিয়ে পঞ্চম জয় পেল রূপগঞ্জ। অন্যদিকে, এখনো পর্যন্ত মাত্র একটি ম্যোচেই জিতেছে পারটেক্স। 

দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল রিশাদের দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ২৬ রানে হারায় ব্রাদার্স। প্রথমে ব্যাট করে ২২৩ রান করে শাইনপুকুর। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি আব্দুল মজিদ। ৫ উইকেট শিকার করেছেন রিশাদ। জবাব দিতে নেমে ১৯৬ রানে থামে শাইনপুকুর। ওপেনার তানজিদ হাসান তামিম করেন ঝোড়ো ৪১ রান। তিনে নেমেও ৯ রানের বেশি করতে পারেননি রিশাদ। ফলে ২৬ রানে দেখতে হয় হার। 

দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবকে হারিয়ে ষষ্ঠ ম্যাচে এসে প্রথমবারের মতো জয়ের মুখ দেখল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। বিকেএসপির ৪ নম্বর মাঠে ৩৮ রানে জিতল তারা। গাজীর দেওয়া ২১৫ রানের লক্ষ্যে ১৭৬ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব।