ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিনোদন প্রতিবেদক
২৮ মার্চ ২০২৪, ১৭:৩৬
শেয়ার :
ঢাকায় আসছেন আতিফ আসলাম

ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে নিজ অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। কবে, কোথায় গাইবেন? সে বিষয়ে কোনো তথ্যই জানাননি এই শিল্পী।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৯ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন আতিফ আসলাম। ঢাকার বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে লেটস ভাইব আয়োজিত দুদিন ব্যাপী ‘আর্টস অ্যান্ড মিউজিক’ শিরোনামের কনসার্টে গাইবেন তিনি। তবে এখনই বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ আয়োজকরা।

তাদের কথা, সকল আপডেট ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, ২০০৩ সালে ব্যান্ডদল জল’র হয়ে ক্যারিয়ার শুরু করেন আতিফ আসলাম। সেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশের পর রাতারাতি পরিচিতি পান তিনি। অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘মাহি ভে’, ‘আখন সে’ ও ‘জাল পরি’ গানগুলো পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও আলোচিত হয়।

২০০৫ সালে বলিউডের পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের হাত ধরে বলিউডে তার আত্মপ্রকাশ। ‘জেহের’ সিনেমায় ‘ও লামহে ও বাতে’ গানে কণ্ঠ দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক হিট গান উপহার দিয়েছেন আতিফ। গানের বাইরে ২০১১ সালে পাকিস্তানি ‘বোল’ সিনেমায় অভিনয়ও করেছেন তিনি।

এদিকে, ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করেছেন তিনি।