২ কি.মি দৌড় পাকিস্তানের কোন ক্রিকেটার কত মিনিটে শেষ করলেন

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ১৬:১৩
শেয়ার :
২ কি.মি দৌড় পাকিস্তানের কোন ক্রিকেটার কত মিনিটে শেষ করলেন

অ্যাবোটাবাদের কাকুল ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে পাকিস্তান ক্রিকেট দলের কঠোর ফিটনেস ট্রেনিং। ক্রিকেট পাকিস্তানের তথ্য অনুযায়ী, ক্যাম্পে দ্বিতীয় দিনে দলের সবার জন্য নির্ধারিত ছিল ২ কিলোমিটার দৌড়। 

দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন পাকিস্তান দলের দীর্ঘদেহী খেলোয়াড় আজম খান। পুরো দৌড় শেষ করতে পারেননি তিনি। দেড় কিলোমিটার দৌড়েই থেমে যেতে হয়েছে তাকে। এতটুকু পথ শেষ করতেও তার লেগেছে ২০ মিনিট। 

এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছেন ইরফানুল্লাহ খান নিয়াজি। দুই কিলোমিটার তিনি শেষ করেছেন মাত্র ৬ মিনিট ৪৭ সেকেন্ডে। দ্বিতীয় সর্বোচ্চ গতিতে দৌড় শেষ করেছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার লেগেছে ৮ মিনিট ২৬ সেকেন্ড। তার পরে ভালো অবস্থানে মোহাম্মদ হারিস, নাসিম শাহ, হাসিবউল্লাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তারা দৌড় শেষ করেছেন ৮ মিনিট ২৭ সেকেন্ডে। 

৮ মিনিট ৩০ সেকেন্ড লেগেছে মেহরান মুমতাজের। এছাড়া শাহিন আফ্রিদি ৮ মিনিট ৩৭ সেকেন্ডে, আগা সালমান ৯ মিনিট ২০ সেকেন্ডে, মোহাম্মদ আমির ৯ মিনিট ৩০ সেকেন্ডে, শাদাব খান ৯ মিনিট ৫৬ সেকেন্ডে ও মোহাম্মদ নওয়াজ ৯ মিনিট ৫৭ সেকেন্ডে তাদের দৌড় শেষ করেছেন। 

হাঁটুর ইনজুরির শঙ্কায় এই প্রতিযোগিতায় নামতে হয়নি ইমাদ ওয়াসিমকে। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) চোট পেয়ে এখনো পুরোপুরি সেরে না ওঠায় দৌড়াননি টপ অর্ডার ব্যাটার ফখর জামান ও পেসার হারিস রউফও। এদিকে, উমরাহ করার জন্য সৌদি আরব ছিলেন বাবর আজম। আজ কাকুলের অ্যাকাডেমিকে যোগ দেওয়ার কথা তার।