মাহমুদউল্লাহদের কাছে নিষ্ফল ইমনের শতক, আবাহনীর টানা ষষ্ঠ জয়
ব্যাট হাতে উড়ছেন পারভেজ হোসাইন ইমন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ তৃতীয়বারের মতো শতরানের দেখা পেয়েছেন এই ওপেনার। তবে তাতেও জেতেনি তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মাহমুদউল্লাহ রিয়াদদের দল মোহামেডানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হেরেছে ১ উইকেটে। অন্যদিকে রূপগঞ্জ টাইগার্সকে হারিয়ে চলমান ডিপিএলে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নিল আবাহনী।
আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৭৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। ১১১ বলে ১১০ রান করেন ইমন। এছাড়া ফিফটি করেন তামিম ইকবাল। ৮৩ বলে ৬৫ রান করার পথে ৬টি চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।
জবাব দিতে নেমে ১৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে মোহামেডান। তবে আবারও অর্ধশতক করে মোহামেডানকে ম্যাচে রাখেন মাহিদুল ইসলাম অংকন। এছাড়া আরিফুল ইসলাম করেন ৪৫ রান। ছয়ে নেমে ৩৩ বলে ৪২ রান করে দলকে আরও এগিয়ে নেন। তবে উইকেটে টিকে থাকতে পারেননি কেউই। শেষমেষ কাজের কাজ করেন আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বি। মূলত বোলার এই দুজনের মধ্যে রনি ৩৬ বলে ৫৪ রানে ও রাব্বি ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। তাতে ১ উইকেটের জয় পায় মোহামেডান।
এদিকে, টানা ষষ্ঠ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ফতুল্লায় রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে ১৪০ রানের বড় ব্যবধানে। তাতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল দলটি।
এদিন প্রথমে ব্যাট করে ৩২০ রানের বড় সংগ্রহ গড়ে আবাহনী। ঝোড়ো ১২৫ রানের ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। মাত্র ৮৪ বলে ১১টি চার ও ৬ ছক্কায় বিধ্বংসী এই ইনিংস খেলেছেন তিনি। এখন পর্যন্ত ৮৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা হৃদয়ের এটি দ্বিতীয় সেঞ্চুরি। হৃদয় এদিন তার প্রথম পঞ্চাশ পূর্ণ করেন ৪৭ বলে। দ্বিতীয় পঞ্চাশ পূরণ করতে তিনি খেলেন মাত্র ২৭ বল। তার এই ঝোড়ো ব্যাটিংয়েই ৪ উইকেট হারিয়ে ৩২০ রানের বিশাল সংগ্রহ তোলে আবাহনী। এছাড়াও জাকের আলি ৯৫ বলে ৭৮ ও মোসাদ্দেক হোসেন ২৬ বলে ৪৩ রান করেছেন।
জবাব দিতে নেমে ৪৩ ওভার ২ বলেই ১৮০ রানে অলআউট হয় রূপগঞ্জ। আবহনীর হয়ে তিনটি করে উইকেট নেন মোসাদ্দেক ও নাহিদুল ইসলাম।