ব্যাটে ঝড় তুলে হৃদয়ের ১২৫, ৬ ম্যাচে তৃতীয় সেঞ্চুরি ইমনের
মুশফিকুর রহিমের ইনজুরিতে সিলেট টেস্টের দলে থাকলেও একাদশে ছিলেন না তাওহীদ হৃদয়। তবে চট্টগ্রামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনি। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে যোগ দিয়েছেন আবাহনী লিমিটেডের সঙ্গে। দলটির হয়ে মাঠে নেমেই ব্যাটে ঝড় তুলেছেন এই তারকা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঝোড়ো ১২৫ রানের ইনিংস খেলেছেন হৃদয়। মাত্র ৮৪ বলে ১১টি চার ও ৬ ছক্কায় বিধ্বংসী এই ইনিংস খেলেছেন হৃদয়। এখন পর্যন্ত ৮৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা হৃদয়ের এটি দ্বিতীয় সেঞ্চুরি।
হৃদয় এদিন তার প্রথম পঞ্চাশ পূর্ণ করেন ৪৭ বলে। দ্বিতীয় পঞ্চাশ পূরণ করতে তিনি খেলেন মাত্র ২৭ বল। তার এই ঝোড়ো ব্যাটিংয়েই ৪ উইকেট হারিয়ে ৩২০ রানের বিশাল সংগ্রহ তোলে আবাহনী। এছাড়াও জাকের আলি ৯৫ বলে ৭৮ ও মোসাদ্দেক হোসেন ২৬ বলে ৪৩ রান করেছেন।
এদিকে, ব্যাটিংয়ে রানের বন্যা যেন থামছেই না পারভেজ হোসেন ইমনের। তামিম ইকবাল জ্যামের কারণে মাঠে উপস্থিত হতে দেরি করায় প্রাইম ব্যাংকের হয়ে দ্বিতীয় রাউন্ডে ওপেনিং করেছিলেন ইমন। সেই ম্যাচে করেছিলেন দুর্ধর্ষ সেঞ্চুরি। এরপর থেকেই উড়ছেন তিনি।
আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১১১ বলে ১১০ রান করেন তিনি। চলমান লিগের ৬ ম্যাচে এটি তার তৃতীয় সেঞ্চুরি। টুর্নামেন্টে একটি ফিফটিও আছে তার। সবমিলিয়ে ৬ ম্যাচে এই ওপেনার এখন পর্যন্ত করেছেন ৪৩১ রান।
ইমনের শতক ছাড়াও এদিন প্রাইম ব্যাংকের হয়ে ফিফটি করেন তামিম ইকবাল। ৮৩ বলে ৬৫ রান করার পথে ৬টি চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক।